Saturday, August 23, 2025
HomeScrollলিভ ইন পার্টনারকে ইভটিজিংয়ের প্রতিবাদ, বেধড়ক মারে মৃত যুবক

লিভ ইন পার্টনারকে ইভটিজিংয়ের প্রতিবাদ, বেধড়ক মারে মৃত যুবক

সাকিল মুস্তাক,নিউটাউন : নিউটাউন (Newtown) গৌরাঙ্গনগরে (Gauranganagar) লিভ ইন পার্টনারকে (Live-in partner) ইভটিজিংয়ের (Eve teasing) প্রতিবাদ করায় বেধড়ক মারধর। মারের চোটে মৃত যুবক। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংকেত চ্যাটার্জি নামে এক যুবক নিউ টাউন গৌরাঙ্গনগর এলাকায় তার লিভ ইন পার্টনারের সঙ্গে থাকেন। গতকাল রাতে নিজেদের মধ্যে একটি অশান্তি হয় রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান।

এর পরে রাস্তায় কয়েকজন যুবক এই তরুণীকে ইভটিজিং করে বলে অভিযোগ। সেই সময় তার লিভ ইন পার্টনার প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এনআরএস হাসপাতালে নিয়ে গেলে মারা যায় ওই যুবক।

আরও পড়ুন: বৈশাখেই হাঁসফাঁস রাজ্যে, জেলায় জেলায় তাপপ্রবাহ

ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হওয়ার পাশাপাশি আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, অসামাজিক কাজ বাড়ছে। এখন মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব উধাও হয়ে গেছে। অথচ প্রশাসন নির্বিকার। অপকর্ম ঘটে চলেছে, আর দুষ্কৃতীরা রাস্তা দিয়ে ঘুরেও বেড়াচ্ছে। আর সাধারণ মানুষকে প্রাণ হাতে করে ঘুরতে হচ্ছে ভয় ভয়।

দেখুন অন্য খবর:

Read More

Latest News